হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা, নিহত ২৪
পোস্ট ডেস্ক :
ইয়েমেনের হুথি বিদ্রোহীরে লক্ষ্য করে শক্তিশালী বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, হুথি পরিচালিত আল মাসিরাহ টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের হামলায় উত্তরাঞ্চলীয় প্রদেশে একজন নিহত হয়েছেন। এর আগে খাজা অঞ্চলে ১০ জন নিহত এবং সাদা লঞ্চলে ১৩ জন আহত হয়েছেন। আর ইয়েমেনের রাজধানী সানায় নিহত হয়েছে ১৩ জন বেসামরিক।
বিবিসি বলছে, লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোয় ইরান সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিযোগ রয়েছে হুথিদের আর্থিক এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি অস্বীকার করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোতে হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ইরানের অর্থায়নে হুথির ‘সন্ত্রাসীরা’ মার্কিন বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মাধ্যমে তারা আমাদের সৈন্য এবং মত্রিদের লক্ষ্যবস্তু করেছে। হুথিদের ‘সহিংসতা এবং সন্ত্রাসবাদ’ বিলিয়ন ডলারের ক্ষতি এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন হামলার কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছে হুথিরা। গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে তেল আবিবগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে বিদ্রোহী ওই গোষ্ঠীটি। তারা জানিয়েছে শনিবার সন্ধ্যায় সানা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদাতে সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই যোদ্ধা গোষ্ঠীটি ইসরাইলকে তাদের প্রধান শত্রু মনে করে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল এবং সানা শহর বর্তমানে হুথিদের দখলে রয়েছে। তবে তাদের সরকারের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই।