দেশের মাটিতে পা রেখে হামজা বললেন, জিততে এসেছি

Published: 17 March 2025

পোস্ট ডেস্ক :


অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরি। আজ সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দের দুপুর পৌনে ১২টায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’-স্লোগানে মুখরিত হয় ফুটবলপ্রেমীরা। এক পর্যায়ে হামজা বলেন, ভারতের বিপক্ষে জিততেই তিনি এসেছেন।

তিনি বলেন, ‘দেশে ফিরে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ ভারতের সাথে আমরা জিতবো।’ এক পর্যায়ে ভিআইপি প্রবেশ গেটের বাইরে আসেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরি। সাংবাদিকদের তিনি বলেন, ‘মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে (হামজা) আসছে। শেকড় যাতে ভুলে না যায় সে কারণেই তাকে আমি একে এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।’ হামজার বাবা জানান, সিলেট বিমানবন্দর থেকে হামজাকে নিয়ে যাওয়া হবে তাদের হবিগঞ্জের বাড়িতে। সেখানে স্থানীয় লোকজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে ইফতার বিতরণ করবেন দরিদ্রদের মধ্যে। একটি এতিমখানা নিজেই চালান হামজা। সেখানে ইফতারি বিতরণ শেষে ফিরবেন নিজ বাসায়। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দলে আছেন হামজা চৌধুরি।