নিউহ্যামে প্রথম বিনিয়োগের সুযোগ নিয়ে এল ‘কমিউনিটি এনার্জি নিউহ্যাম’

Published: 20 March 2025

নিউহ্যামবাসীর জন্য স্বচ্ছ, স্থানীয় ও কমিউনিটি-মালিকানাধীন জ্বালানির সুযোগ নিয়ে এল ‘কমিউনিটি এনার্জি নিউহ্যাম’ (সিইএন)। রি-পাওয়ারিং লন্ডনের সহায়তায়, সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রথম কমিউনিটি শেয়ার অফার চালু করেছে । এই শেয়ার অফারটি স্থানীয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের এক অভিনব সুযোগ এনে দিচ্ছে, যা নিউহ্যাম এলাকায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। নিউহ্যামের একমাত্র কমিউনিটি এনার্জি কো-অপারেটিভ – সিইএন আগামী ২৫ এপ্রিল ২০২৫-এর মধ্যে ১ লক্ষ ২০ হাজার পাউন্ড  তহবিল সংগ্রহের লক্ষ্যে কাজ করছে। এই অর্থ দিয়ে নিউহ্যামের তিনটি গ্রন্থাগারে স্থাপিত সৌর প্যানেলগুলো কমিউনিটির মালিকানায় আনা হবে।

বেকটন গ্লোব, ইস্ট হ্যাম ও স্ট্রাটফোর্ড গ্রন্থাগারে স্থাপিত সৌর প্যানেলগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে ১৭৭ কিলোওয়াট পিক (kWp), যা গড়ে প্রায় ৫৫টি লন্ডনের বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এই প্রকল্পের মাধ্যমে আনুমানিক ৭৩৪ টন কার্বন নির্গমন হ্রাস পাবে এবং ২৫ হাজার ১০০ পাউন্ড  সমমূল্যের একটি কমিউনিটি ফান্ড গঠিত হবে, যা কো-অপারেটিভ সদস্যদের দ্বারা নির্বাচিত স্থানীয় প্রকল্পসমূহে ব্যয় করা হবে।

কমিউনিটি এনার্জি নিউহাম-এ বিনিয়োগ করতে মাত্র ১০০ পাউন্ড  প্রয়োজন, এবং নিউহ্যামবাসীদের জন্য ৫০ পাউন্ড মাত্র।  সর্বোচ্চ বিনিয়োগের সীমা  ১ লক্ষ ২০ হাজার পাউন্ড।  বিনিয়োগকারীরা বার্ষিক ৩ শতাংশ  হারে মুনাফা পাবেন এবং প্রকল্পের মেয়াদ শেষে মূলধন ফেরত পাবেন। এই উদ্যোগর মাধ্যমে নিউহ্যামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বড় কর্পোরেট সংস্থার হাত থেকে মুক্ত করে স্থানীয়দের হাতে শক্তি ফিরিয়ে দিতে চায় সিইএন। কমিউনিটি এনার্জি নিউহাম-  শুধুমাত্র নিম্ন-কার্বন অবকাঠামো স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিউহ্যামের বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ‘ক্রিয়েটিভ এনার্জি ক্লাব’, সৌর প্যানেল তৈরির কর্মশালা, ওয়ান নিউহাম কনফারেনস, কাস্টম মেইড, ফরেস্ট গেইট হেল্‌থ এক্সপো  এবং স্থানীয় স্কুলে উপস্থাপনার মাধ্যমে সিইএন  এর সদস্যরা জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এই প্রথম কমিউনিটি শেয়ার অফারটি নিউহ্যামে নবায়নযোগ্য শক্তির একটি বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ। ভবিষ্যতে স্কুল ও বিনোদন কেন্দ্রগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে ২ মেগাওয়াট সৌর শক্তি উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা লন্ডনের প্রায় ৬২০টি   বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। কমিউনিটি এনার্জি নিউহ্যামের পরিচালক ওলাওয়ালে আজিবোলা বলেছেন, “ইস্ট হ্যাম এবং বেকটন গ্লোব লাইব্রেরিতে সৌর প্যানেল প্রকল্পের সফল বাস্তবায়ন এবং স্ট্রাটফোর্ড লাইব্রেরিতে আসন্ন প্রকল্পের মাধ্যমে সিইএন একটি বড় অগ্রগতি অর্জন করছে। গডউইন জুনিয়র স্কুল এবং সেন্ট স্টিফেনস প্রাইমারি স্কুলে সৌর প্রকল্প সম্পন্ন হওয়ার পাশাপাশি অন্যান্য স্থানের মূল্যায়ন চলছে। কমিউনিটি এনার্জি নিউহ্যামের শেয়ার অফার স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের সুযোগ দেবে, যা টেকসই উন্নয়নকে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে এগিয়ে নিয়ে যাবে।”

রিপাওয়ারিং লন্ডনের প্রধান নির্বাহী আফশিন কবির রশিদ বলেন, “কমিউনিটি এনার্জি নিউহ্যাম এবং রিপাওয়ারিং লন্ডন নিউহ্যামে কমিউনিটি-মালিকানাধীন সৌর শক্তি নিয়ে আসছে, যা সরাসরি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কাজ করছে। কমিউনিটি-মালিকানাধীন শক্তি কেবলমাত্র সৌর প্যানেল স্থাপন নয়; এটি স্থানীয় বাসিন্দাদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা তৈরির একটি মাধ্যম।”

লন্ডন বরো অব নিউহ্যামের ক্লাইমেট অ্যাকশন ডিরেক্টর জেকব হেইটল্যান্ড বলেন, “নিউহ্যামের প্রথম কমিউনিটি শেয়ার অফারটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্থানীয় বাসিন্দাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের মুখে যখন অনেকেই অসহায় বোধ করছেন, তখন এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য জ্বালানি শক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে। কমিউনিটি এনার্জি ইনস্টলেশন গুলি শুধু কাউন্সিলের খরচ কমায় না, বরং মুনাফা স্থানীয় কমিউনিটির মধ্যেই রাখে। জেকব হেইটল্যান্ড এর মতে,  কমিউনিটি এনার্জি মডেল স্থানীয় বাসিন্দাদের ক্ষমতায়িত করতে এবং ‘জাস্ট ট্রানজিশন’ কে এগিয়ে নিতে সহায়ক হতে পারে, যা স্থানীয় কর্মীদের পরিবেশ উন্নয়নের  দক্ষতা অর্জনের মাধ্যমে আরও ভালো চাকরির সুযোগ সৃষ্টি করবে। যেকারণে  লন্ডন বরো অব নিউহ্যামের ক্লাইমেট অ্যাকশন টিম, রিপাওয়ারিং লন্ডনের সাথে অংশীদার হতে গর্বিত।”

কমিউনিটি এনার্জি নিউহ্যামে বিনিয়োগ করতে ভিজিট করুন:  www.repowering.org.uk/invest-cen

নিউহ্যাম কাউন্সিল, নিউহ্যামের বাসিন্দা এবং রিপাওয়ারিং লন্ডনের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে কমিউনিটি এনার্জি নিউহ্যাম (সিইএন) নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষমতায়নের মাধ্যমে একটি নিম্ন-কার্বন ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করছে। কমিউনিটি এনার্জি নিউহ্যাম  একটি কমিউনিটি বেনিফিট সোসাইটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন পাঁচজন স্বেচ্ছাসেবী ডিরেক্টর এবং একদল সক্রিয় স্থানীয় স্বেচ্ছাসেবক। এই প্রকল্পটি রিপাওয়ারিং লন্ডন-এর পুরস্কারপ্রাপ্ত মডেল অনুসরণ করে, যা কমিউনিটিকে শক্তি উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বনির্ভর হতে সহায়তা করে। এই প্রকল্পে সৌরশক্তি স্থাপনের জন্য তহবিল সরবরাহ করেছেন লন্ডনের মেয়র এবং লন্ডন লেগাসি ডেভেলপমেন্ট কর্পোরেশন তাছাড়া, রিপাওয়ারিং ফাইন্যান্স-এর সহায়তায় কমিউনিটি এনার্জি নিউহ্যাম  লন্ডনের প্রথম কমিউনিটি এনার্জি গ্রুপ হিসেবে বৃহৎ আকারে সৌরশক্তি স্থাপনের সুযোগ পেয়েছে। রিপাওয়ারিং লন্ডন গত এক দশক ধরে স্থানীয় কমিউনিটিকে নিজস্ব পরিচ্ছন্ন শক্তি উৎপাদন ও ব্যবস্থাপনায় সাহায্য করে আসছে। তারা বিশ্বাস করে, শক্তি ব্যবস্থার কেন্দ্রে মানুষকে রাখাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রযুক্তির উদ্ভাবন নিশ্চিত করার মূল চাবিকাঠি।

কমিউনিটি এনার্জি নিউহ্যাম  হল লন্ডন বরো অফ নিউহ্যাম কাউন্সিল, নিউহ্যামের বাসিন্দা এবং রি-পাওয়ারিং লন্ডনের মধ্যে একটি যৌথ উদ্যোগ। এটি একটি কমিউনিটি বেনিফিট সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার পাঁচজন প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী ডিরেক্টর এবং সক্রিয় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত। রি-পাওয়ারিং লন্ডন একটি পুরস্কারপ্রাপ্ত সামাজিক উদ্যোগ, যা এক দশকেরও বেশি সময় ধরে কমিউনিটিকে নিজেদের নবায়নযোগ্য শক্তি প্রকল্প স্থাপনে সহায়তা করছে।

বিনিয়োগের পাশাপাশি পার্থক্য গড়ে তুলে, কমিউনিটিকে ক্ষমতায়ন করা ও ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়াই কমিউনিটি এনার্জি নিউহ্যাম  এর লক্ষ্য।