হিথ্রোতে বিমান চলাচল শুরু

Published: 22 March 2025

পোস্ট ডেস্ক :


অবশেষে হিথরো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ শনিবার তা পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে পাশ্ববর্তী একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সংকট দেখা দেয়। এর ফলে শুক্রবার নাগাদ প্রায় দুই লাখ যাত্রী ভোগান্তিতে পড়েন। এ সময় অনেক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার রাতে পশ্চিম লন্ডনের হায়েস এলাকায় নর্থ হাইড বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, আটকে পড়া যাত্রীদের কাছে বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস ওল্ডবাই ক্ষমা চেয়েছেন। বলেছেন, ‘আমাদের বিমানবন্দরের এটাই সবচেয়ে বড় বিপত্তি। মেট্রো পুলিশ নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ড নিয়ে সন্দেহ করার কিছু নেই। বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি থেকে এই ঘটনা কিনা তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

ওদিকে শুক্রবার রাত পর্যন্ত বৃটিশ এয়ারওয়েজ তাদের দূরপাল্লার আটটি ফ্লাইটকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছে। পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যাত্রীদের যে জ্যাম সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক করতে গভীর রাতেও বিমান চলাচল থেকে অস্থায়ীভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। সর্বশেষ আপডেট তথ্যের জন্য যাত্রীদেরকে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পরামর্শ দেয়া হয়েছে। থমাস ওল্ডবাই বলেছেন, একটি ব্যাকআপ ট্যান্সফরমার ব্যর্থ হয়েছে মানেই হলো নিরাপত্তা রীতি অনুযায়ী পুরো ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বেশ কিছু এয়ারলাইন্স হিথরো বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নে নতুন শিডিউল ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম বৃটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স। বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যেসব যাত্রীকে রুট পরিবর্তন করে ইউরোপের অন্য বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ফেরানোর দিকে দৃষ্টি দেয়া হয়েছে।