জেলেনস্কির জন্মস্থানে হামলা চালালো রাশিয়া , নিহত ১৮ জনের ৯ জনই শিশু
পোস্ট ডেস্ক :
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-এর একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, এটি চলতি বছরে মস্কোর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি। ক্রিভি-রিহ শহর হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির জন্মস্থান। ইউক্রেন প্রেসিডেন্ট রাশিয়ার হামলার কড়া নিন্দা করে জানিয়েছেন, আহতের সংখ্যাও অনেক। ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার জেরে সেখানে আগুন লেগে গেছে।
টেলিগ্রামে প্রচারিত ভিডিওগুলোতে মৃত ও আহত মানুষদের ফুটপাতে পড়ে থাকতে দেখা গেছে। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন এবং সংখ্যাটি বাড়ছেই।
লাইসাক জানিয়েছেন, তিন মাস বয়সী একটি শিশুসহ ৩০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবাধিকার ন্যায়পাল দিমিত্রো লুবিনেটসের মতে, রাশিয়ান বাহিনী এই হামলার জন্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ধরনের অস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয় এবং উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার ফলে, শত্রুপক্ষের ৮৫ জন বিদেশি সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলেনস্কি বলেছেন যে, উদ্ধারকাজ চলছে। মস্কোর উপর আরও চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ‘পুরো বিশ্ব এটা দেখছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি আক্রমণাত্মক ড্রোন প্রমাণ করে যে রাশিয়া কেবল যুদ্ধ চায়।’
এর আগে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কমপক্ষে চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ান ড্রোনগুলো আবাসিক এলাকায় আঘাত করেছে, যার ফলে বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে বলেছে যে তারা রাশিয়া এবং ইউক্রেনের সাথে একমত হয়েছে যে, একে অপরের জ্বালানি অবকাঠামোর উপর তারা হামলা বন্ধ করবে, জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম পদক্ষেপ। কিন্তু এখন উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। কিয়েভ জানিয়েছে যে, তারা এর আগে ৩০ দিনের পূর্ণ, নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু রাশিয়া মার্কিন কর্মকর্তাদের সাথে পৃথক আলোচনায় এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
সূত্র : আলজাজিরা