মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি আজিমুল বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিমুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তনিম উদ্দিন চৌধুরী, প্রধান উপদেষ্টা মহিউদ্দিন নশু, নুর উদ্দিন, মহিউদ্দিন আরজু, আবদুল করিম, হুমায়ূন সিদ্দিকী ও ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্যে তনিম উদ্দিন চৌধুরী বলেন, “সংগঠনের সকল কার্যকরী পরিষদের নেতৃবৃন্দদের কাছে আমার একটাই দাবি, আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি—মীরসরাইয়ের মাটি ও মানুষের সেবা করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু জাফর, শেখ করিম, নুর হোসেন খোকন, সাজ্জাদ সমুন, পলাশ আমান উল্লাহ, সায়েদ সরওয়ার ও নজরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ ছায়েদ সোহেলও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আরব আমিরাতের শারজা হুদাবিয়া রেস্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আবু বকর এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।