ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে ‘বোমা’ থাকার উড়ো ফোন মায়ের

Published: 12 July 2025

পোস্ট ডেস্ক :


পরকীয়া প্রেমিকা নিয়ে ছেলের কাঠমান্ডু যাওয়া ঠেকাতে এক অভিনব পরিকল্পনা করেছেন এক মা। ছেলের বিদেশযাত্রা ঠেকাতে তিনি নিজেই ফোন করে জানালেন—’বিমানে বোমা আছে’! শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এসব তথ্য জানান।

ঘটনার পর পরই তদন্তে নামে র‍্যাব। প্রযুক্তির সহায়তায় তারা দ্রুত শনাক্ত করে কলদাতা নম্বর, লোকেশন ও সংশ্লিষ্টদের। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব প্রধান বলেন, গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইট ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রার পূর্ব মুহূর্তে অজ্ঞাত নম্বর থেকে একটি কল আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ফোনকলের দাবি—বিমানে বোমা রয়েছে।
আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পুরো বিমানটি তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর নিশ্চিত হওয়া যায়—বিমানে কোনো বিস্ফোরক নেই।

র‍্যাব মহাপরিচালক বলেন, অভিযুক্ত এক যুবক তার পরকীয়া প্রেমিকার সঙ্গে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী এবং মা উভয়েই ক্ষুব্ধ হন। পরে মায়ের পক্ষ থেকেই পরিকল্পনা করা হয়—ছেলেকে রওনা হওয়া থেকে আটকাতে হবে যেকোনোভাবে।
মায়ের কাছাকাছি এক আত্মীয়ের সহায়তায় সংগ্রহ করা হয় ফ্লাইটের বিস্তারিত তথ্য এবং ফোন নম্বর। এরপর মা নিজেই অজানা নম্বর ব্যবহার করে ফোন দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ফোনে বলা হয়—”বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে।” এই ভুয়া তথ্যের ভিত্তিতে গোটা ফ্লাইটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‍্যাব জানায়, এই ঘটনায় শুধু বিভ্রান্তি ছড়ায়নি, আন্তর্জাতিকভাবে দেশের বিমান চলাচল নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
র‍্যাব ডিজি বলেন, ‘এটি পারিবারিক আবেগ থেকে উৎসারিত হলেও এটি একটি গুরুতর অপরাধ। বিমান চলাচল নিরাপত্তার প্রশ্নে এমন মিথ্যা তথ্য দেয়ার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।’