সন্তানের সামনেই স্বামীকে খুন
পোস্ট ডেস্ক :
ভারতে পরকীয়ার বলি হয়ে স্ত্রীর হাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। ভুক্তভোগীর নাম বালো দাস (৪৫)। অভিযুক্তের নাম উষা দেবী (৩৫)। এদিকে ওই দম্পতির ১২ বছরের সন্তান সৈলেন্দ্রর ঘুম ভাঙার পর দেখতে পায় ধারালো অস্ত্র দিয়ে লাগাতার তার পিতার ঘাড়ে আঘাত করছে তার মা। এ বিষয়ে কাউকে জানালে তার পরিণতিও তার পিতার মতো হবে বলে হুমকি দেয় উষা দেবী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, বালো দাস পাঞ্জাবে একজন শ্রমিক হিসেবে কাজ করতেন।
অন্যদিকে তিন সন্তান নিয়ে বিহারের পূর্ণা শহরে বাস করতো তার স্ত্রী। বসতবাড়ির জমি বিক্রির কথা শুনে গ্রামে ফিরে যান বালো দাস। তার স্ত্রী কারও পরামর্শ না নিয়ে নিজেই ওই সিদ্ধান্ত নেয়। এতে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। বালো দাস যখন পাঞ্জাবে পরিবারের ভরণ পোষণ জোগাড়ের জন্য কাজ করছিলেন তখন একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে উষা দেবী। জানা গেছে, প্রেমিকের নির্দেশে বসতবাড়ির ওই জমি বিক্রি করেছে সে। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তবে স্বামী ফিরে আসায় ব্যর্থ হয় সেই পরিকল্পনা। এদিকে ওই দম্পতির সন্তান সৈলেন্দ্র বলেছে, রাতে তার মুখে কিছু একটা ছুটে লাগে। এতেই ঘুম ভেঙ্গে যায় তার। ঘুম থেকে উঠে দেখে, তার মা তার পিতার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করছে। এরপর সে সকাল পর্যন্ত অপেক্ষা করে। পরবর্তীতে সকালে খালার বাড়িতে গিয়ে হত্যার বিষয়টি অবগত তাকে অবগত করে। এরপরই গ্রামবাসী জড়ো হয় এবং পরবর্তীতে পুলিশ আসে। ওই কিশোর আরও বলেছে, আমার মা অন্যের প্রভাবে আমার পিতাকে খুন করেছে। যখন আমার পিতা কখনো তার গায়ে হাতও তোলেনি।