সিলেট-ম্যানচেস্টার রুটে ফের ফ্লাইট চালু

Published: 15 July 2025

পোস্ট ডেস্ক :


প্রায় তিন মাস বন্ধ থাকার পর সিলেট-ম্যানচেস্টার রুটে ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এখন থেকে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে ম্যানচেস্টারে ছেড়ে যাবে। এতে স্বস্তি জানিয়েছেন লন্ডন প্রবাসীরা।

জানা যায়, সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার রুটে ২০২০ সাল থেকে সরাসরি ফ্লাইট চালু হয়।

শুরুর দিকে এ রুটে তিনটি ফ্লাইট চললেও, ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি। আর চলতি বছরের এপ্রিল থেকে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ায় সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। এ নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফ্লাইট চালু রাখার দাবিতে আন্দোলন শুরু হয় যুক্তরাজ্য ও সিলেটে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে তখনই জানানো হয়, এই ফ্লাইট বন্ধ হচ্ছে না। হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এ রুটে।
নর্থ লন্ডনে বসবাসরত সিলেটের কয়েকজন জানান, সরাসরি এ ফ্লাইট চালু হওয়ায় কোনো দুর্ভোগ ছাড়াই সিলেটে আসতে পারেন প্রবাসীরা। সরাসরি এ ফ্লাইট যুক্তরাজ্যের বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ড প্রবাসী সিলেটিদের কাছে বেশ জনপ্রিয়।

যুক্তরাজ্য প্রবাসী তাসবির হাসান শিমুল বলেন, ‘হঠাৎ ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের মধ্যে উদ্বেগ কাজ করছিল। ফের চালু হওয়া অবশ্যই স্বস্তির।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বলেন, ‘১৯৩ জন যাত্রী নিয়ে রবিবার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট। সপ্তাহে দুদিন এ রুটে আসা-যাওয়া করবে বিমানের ফ্লাইট।

রবিবার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট।’
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘হজ ফ্লাইট পরিচালনার কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছিল। এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চালু থাকবে।