পূর্ব লন্ডনে হোম অফিসের সাঁড়াশি অভিযান, আটক ৬ জনই বাংলাদেশি

Published: 17 July 2025

পোস্ট ডেস্ক :


রাজধানী লন্ডনের বাংলাদেশি খ্যাত পূর্ব লন্ডনে ইউকে বর্ডার এজেন্সির সহায়তায় ইলিগ্যাল ওয়ার্কার ধরতে সাড়াশি অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ ফোর্স। ভিসা আছে ফুড ডেলিভারির মত কাজের অনুমতি নেই কিন্তু অন্যের অ্যাপস ব্যবহার করে ফুড ডেলিভারি করছিলেন এমন ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৬ জন বাংলাদেশি বলে জানা গেছে। মঙ্গলবার ১৬ই জুলাই ওল্ডস্ট্রিট এলাকার প্রধান সড়কে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে কয়েক ডজন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন। সাধারণত এরকম অভিযানে ইউকে বর্ডার এজেন্সির ইমিগ্রেশন পুলিশ অংশ নেয়। অবৈধভাবে আসা , ভিসা ও কাজের অনুমতি নেই ও স্টুডেন্ট ও কেয়ার ভিসায় এসে বিপাকে পরে উবার ইটস, জাস্ট ইট এরকম কোম্পানির অ্যাপস অন্যের কাছ থেকে ভাড়া এনে সাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজ করছেন যা ভিসার শর্ত ভঙ্গের মধ্যে পড়ে না এ বিষয় হোম অফিস কড়া নজরদারি করছে। এর মাত্রা কমিয়ে নিয়ে আসতে বিশেষ অভিযানে লন্ডন পুলিশকে সাথে রাখছে হোম অফিস। ধারাবাহিকভাবে সর্বত্র এরকম অভিযান পরিচালনা করছে হোম অফিস।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।