সরকারি কর্মকর্তাকে হুমকি দেয়ায় ইস্তাম্বুলের মেয়রের জেল

Published: 17 July 2025

পোস্ট ডেস্ক :


সরকারি কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে তুরস্কের কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে ১ বছর ৮ মাসের জেল দিয়েছে তুরস্কের একটি আদালত। উল্লেখ্য, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী। ২৩ মার্চ থেকে কারাবন্দী আছেন ইমামোগলু। জানুয়ারিতে করা মন্তব্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর একিন গুরলেকের সমালোচনা অন্যতম। তিনি গুরলেকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তদন্তের মাধ্যমে বিরোধীদের টার্গেট করার অভিযোগ করেছেন। বুধবার পাবলিক প্রসিকিউটরকে অপমান ও হুমকি দেয়ায় ইমামোগলুকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখান করেছেন তিনি। দুর্নীতির অভিযোগের তদন্ত হিসেবে একরেমের সঙ্গে একই দলের অন্য রাজনীতিবিদদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তুরস্কের মানুষ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

এতে বলা হয়েছে, জেলে থাকা অবস্থাতে একরেম ইমামোগলুকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়। ২০২৮ সালে দেশটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আগেই হতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে ইমামোগলুর গ্রেপ্তারের পর সিএইচপি নিয়ন্ত্রিত পৌরসভার কয়েক ডজন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইমামোগলু নিজের বিরুদ্ধে রায়কে শাস্তি হিসেবে অভিহিত করেছেন। এছাড়া বিচার বিভাগ সরকারি চাপে কাজ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।