তুরস্কে ১৫৩ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার
পোস্ট ডেস্ক :

তুরস্কে দেশব্যাপী অভিযান চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ইজমির ও মুগলা থেকে দক্ষিণ-পূর্বে হাতায় ও মারদিন এবং উত্তর কৃষ্ণ সাগর উপকূলের সামসুন পর্যন্ত এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
ইয়েরলিকায়া এক্সে বলেছেন, ‘গত দুই সপ্তাহ ধরে ২৮টি প্রদেশে অভিযান চালিয়ে আমাদের সামরিক পুলিশ সন্ত্রাসী সংগঠন আইএস এর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে।
তিনি আরো বলেন, এসব সন্দেহভাজনদের সহযোগি গোষ্ঠীগুলোকে তহবিল সরবরাহ করা ও একটি সন্ত্রাসী সংগঠনের সুবিধার্থে প্রচারণা চালানোর অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ তুরস্কের গোয়েন্দা পরিষেবা ও বিদেশি কর্তৃপক্ষের সহযোগিতার ভিত্তিতে কাজ করেছে।
তুরস্কের সঙ্গে সিরিয়ার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দেশের দক্ষিণের সীমান্তে মে মাসের শেষের দিকে নতুন সরকারি বাহিনীর উপর হামলার দায় স্বীকার করেছিল আইএস।




