পশ্চিমবঙ্গে বাংলাদেশের কার্গো জাহাজডুবি
পোস্ট ডেস্ক :
মাত্র পাঁচ মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের নদীতে আবারও বাংলাদেশি একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী নামখানা ব্লক এলাকার মুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেলে জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। একদিকে কাত হয়ে যায় জাহাজটি। আজ শুক্রবার সকালে জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়।
পশ্চিমবঙ্গের পোর্ট ট্রাস্ট অথোরিটি জানিয়েছে ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ পানি ঢুকে বার্জটি দুলতে থাকে। আজ শুক্রবার সকালে বার্জটি প্রায় পুরোটা ডুবে যায়। জাহাজে আটজন নাবিক ছিলেন। পানি ঢুকতে শুরু করলে তাদের স্থানীয় মৎস্যজীবী ও উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসার পর বাংলাদেশি নাবিকরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যেই জাহাজটির বাংলাদেশি মালিকপক্ষকে ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে।
পোর্ট ট্রাস্ট সূত্র জানিয়েছে, দ্রুত এই নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে পণ্যবাহী জাহাজ চলাচলের ব্যস্ততম এই রুট থেকে ডুবে যাওয়া যাওয়ার উদ্ধারের বিষয়ে জাহাজটির মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে মাত্র সাতদিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ডুবে যায় দুটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ।