ট্রাম্পের তহবিল সংকোচনের আরেকটি পরিকল্পনা অনুমোদন
পোস্ট ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈদেশিক সহায়তা ও সংবাদমাধ্যম তহবিল হ্রাস বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে হাউস অব রিপ্রেজেনটেটিভস। এখন ৯০০ কোটি ডলার তহবিল সংকোচন বিল হোয়াইট হাউসে পাঠানো হবে আইনে পরিণত করার জন্য।
রয়টার্স জানায়, বিলটি ভোটাভুটির জন্য শুক্রবার উত্থাপিত হয়। এটি ২১৩ ভোটের বিপরীতে ২১৬ ভোট নিয়ে অনুমোদন করাতে সমর্থ হন রিপাবলিকানরা। সব ডেমোক্র্যাট সদস্য এবং দু’জন রিপাবলিকান, পেনসিলভানিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ওহাইওর মাইক টার্নার এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন।
নিল আর্মস্ট্রংয়ের উক্তির ধাঁচে ফ্লোরিডার রিপাবলিকান সদস্য অ্যারন বিন বলেছেন, অপচয় রোধে আমরা একটা ছোট পদক্ষেপ নিলেও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে আমরা বিরাট অগ্রগতি অর্জন করতে যাচ্ছি। হোয়াইট হাউস থেকে প্রতি মাসেই একটি ব্যয় হ্রাস প্যাকেজ আনার আহ্বান জানান তিনি।
তবে তহবিল সংকোচনের বিরোধিতা করে আরেক আইনপ্রণেতা হাকিম জেফ্রিস বলেন, এর কারণে মার্কিনিদের নিরাপত্তা নিশ্চিত এবং বৈশ্বিক পরিসরে সফট পাওয়ার প্রয়োগের সুযোগ হ্রাস পাবে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো অল্প ব্যবধানে কোনো সিদ্ধান্ত অনুমোদন করাতে পারল ট্রাম্প প্রশাসন। গত মাসে এই প্রস্তাবের প্রাথমিক খসড়ায় ২১২ ভোটের বিপরীতে ২১৪ ভোট নিয়ে উতরে গিয়েছিলেন রিপাবলিকানরা।