মাঝ আকাশে যাত্রীবাহী ও বোমারু বিমানের বিপজ্জনক মুহূর্ত
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় সম্প্রতি মাঝ আকাশে একটি মার্কিন সামরিক বোমারু বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী একটি বিমান হঠাৎ রুদ্ধশ্বাসভাবে মোড় নেয় বলে পাইলটের রেকর্ড করা অডিও থেকে জানা গেছে।
মিনিয়াপোলিস থেকে ছেড়ে যাওয়া স্কাইওয়েস্ট পরিচালিত ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট-৩৭৮৮ মিনট শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ ডান দিক থেকে আরেকটি বিমান দ্রুত এগিয়ে আসতে দেখে পাইলট কৌশলে বিমানটির পথ পরিবর্তন করেন।
পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, ‘তারা কত দ্রুতগতিতে ছিল জানি না, তবে তারা আমাদের চেয়ে অনেক দ্রুত ছিল।
আমি মনে করেছি, তাদের পেছনে ঘুরে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ হবে। এই হঠাৎ মোড় নেওয়ার জন্য দুঃখিত। এটা আমাকে চমকে দিয়েছিল। এমনটা একেবারেই স্বাভাবিক নয়।
’
স্কাইওয়েস্ট ঘটনাটির তদন্ত করছে জানিয়েছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, শুক্রবারের এ ঘটনায় ফ্লাইটটি মিনট বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে অবতরণের অনুমতি পেয়েছিল। কিন্তু আকাশপথে আরেকটি বিমান চোখে পড়ায় ফ্লাইটটি ঘোরাঘুরি করে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এই সংঘর্ষ এড়ানোর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানায়নি।
তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, ওই সময় একটি বি-৫২ বোমারু বিমান মিনটে আয়োজিত নর্থ ডাকোটা স্টেট ফ্লাইওভারে অংশ নিচ্ছিল।
ইনস্টাগ্রামে পোস্ট করা ও স্টোরিফুলের যাচাই করা এক ভিডিওতে স্কাইওয়েস্টের পাইলটকে যাত্রীদের বলতে দেখা যায়, ‘ওই অন্য বিমানটির বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।’
পাইলট আরো বলেন, ‘মিনট টাওয়ার এমন একটি নির্দেশনা দিয়েছিল, যা এই যাত্রীবাহী বিমানের জন্য বিপজ্জনক হতে পারত।’
উত্তরের এই শহরটি কানাডা সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে একটি বাণিজ্যিক বিমানবন্দর ও একটি মার্কিন বিমানঘাঁটি রয়েছে। এ ছাড়া মিনট টাওয়ারে রাডার নেই, যা যুক্তরাষ্ট্রের ছোট ও প্রত্যন্ত বিমানবন্দরগুলোতে স্বাভাবিক।
ভিডিওতে পাইলটকে আরো বলতে দেখা যায়, “তিনি বললেন, ‘ডানে মোড় নিন’। আমি বললাম, ওই দিকে একটি বিমান আছে। তখন তিনি বললেন, ‘বাঁয়ে মোড় নিন’।”
এই ঘটনার মাত্র ছয় মাস আগেই মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইনসের একটি বিমান ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে অবতরণের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় বিমানের ৬৭ আরোহীই নিহত হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ ও কংগ্রেস সামরিক ও বেসামরিক বিমানের মধ্যে আকাশসীমা ব্যবহারে সমন্বয়ের বিষয়টি পুনর্বিবেচনা শুরু করে।




