হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের

Published: 22 July 2025

পোস্ট ডেস্ক :


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বজ্রাঘাতে মো. রেজাউল হক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।

বজ্রাঘাতে কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

তিনি বলেন, ‘নিহত রেজাউল বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হলে সে বজ্রাঘাতে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’