মাইলস্টোন ক্যাম্পাসে এখনও অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

Published: 22 July 2025

পোস্ট ডেস্ক :


এক দফা চেষ্টা করেও মাইলস্টোন ক্যাম্পাস থেকে বাইরে আসতে পারেননি সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আববার। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকাল ১১ টা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় আছেন। বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হলেও সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যম্পাসে ফিরে যেতে বাধ্য হন।

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার সকাল ১১টার দিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। বিক্ষোভের কারণে কলেজের একাডেমিক ভবনে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। দুইবার পুলিশ সদস্যদের সাহায্যে বের হয়ে আসার চেষ্টা করার পরও ব্যর্থ হন তারা। দ্বিতীয়বার বের হওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সদস্যরাও ওই ভবনে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার কথা বলা হলেও বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। এরপর বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেটগুলোতে ব্যারিকেড দিয়ে আটকে দেন। পরে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ ৩১ জনের মৃত্যু হয়। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।