ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট মুরব্বী আব্দুস সালাম আর নেই, নর্থ ওয়েলসে দাফন সম্পন্ন

Published: 11 August 2025

স্টাফ রিপোর্টার :


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও কেএম টিলার বাসিন্দা, বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব আব্দুস সালাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোরে নর্থ ওয়েলসের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার বাদ জোহর নর্থ ওয়েলসের রিল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী সেখানকার লন সেমেট্রিতে তাঁর দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। মরহুম আব্দুস সালাম স্ত্রী, দুই কন্যা, তিন পুত্র, সাত নাতি-নাতনি এবং দেশ বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।


তিনি কর্মজীবনে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় পার্চেজ অফিসার হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে অবসরে যান। পরবর্তীতে নিজেকে সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। অত্যন্ত অমায়িক ও সজ্জন ব্যক্তিত্ব ছিলেন তিনি। জীবদ্দশায় বহু সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
এদিকে মরহুমের ‍দুই জামাতা নর্থ ওয়েলসের কলিন বে এর কাউন্সিলর আব্দুল মকিত খান ও চ্যানেল এস এবং বাংলা পোস্ট এর সিইও তাজ চৌধুরী জানাজার নামাজে অংশ গ্রহণ ও দাফন কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের নিকট মরহুমের বিদেয়ী আত্মার শান্তি কামনা জন্য দোয়া চেয়েছেন।