চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দলীয় পদ স্থগিত

Published: 12 August 2025

সিলেট অফিস :

চাঁদাবাজি, দখলবাজীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এবিষয়ে সাহাব উদ্দীন বলেন, আমিতো এখনো জানিনা এবিষয়ে। পরে আলাপ করমুনে, এখন একটা মিটিংয়ে আছি।