গোলাপগঞ্জে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা :

গোলাপগঞ্জে ফেইসবুকে পরকীয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে এক যুবদল কর্মী খুন হয়েছেন। গত শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন রনি (২৮) আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে জসিম উদ্দিন রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। জসিম উদ্দিন রনি তার সর্বশেষ ফেইবুক পোস্টে লেখেন ‘এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে’। এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন মহিলার ছবি জুড়ে দেন। এর আগেও নিহত রনি বিষয়টি নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে গত রোববার বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নিহত রনির ভাই বাহার উদ্দিন বাদী হয়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুসহ ২ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা একটি মামলা দায়ের করেছেন।
এদিকে আমুড়া ইউনিয়ন পরিষদ সদস্য মুস্তাক আহমদ জানান, গত রোববার বাদ মাগরিব আমুড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে নিহত জসিম উদ্দিন রনির দাফন সম্পন্ন হয়। জানাজায় জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা রুহেল আহমদ, জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




