সিলেটে এবার ভাতিজার ছুরিকাঘাতে মাওলানা খুন

Published: 13 August 2025

পোস্ট ডেস্ক :


সিলেটে ষোলো ঘণ্টার ব্যবধানে ফের ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এবার ভাতিজার ছুরিকাঘাতে মাওলানা যুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের আখালিয়া বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরের খাদিমনগরের জাতীয় উদ্যান এলাকায় ছুরিকাঘাতে আব্দুল কাদির আজাদ (২৫) নামে এক যুবক নিহত হন।

এ নিয়ে গত ৬ দিনে সিলেট ছুরিকাঘাতে ৪ জন খুন হলেন।
নিহত মাওলানা যুবায়ের নগরের আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার। ঘাতক নয়নও একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে নিহতের ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে প্রায়ই শাসন করতেন।

তাকে বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সঙ্গে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। বুধবার সকালে যুবায়ের মাদরাসায় যাওয়ার পথে নয়নও যাচ্ছিলেন। এ সময় রাস্তায় জমে থাকা পানি যুবায়েরের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু নিয়ে তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরের খাদিমনগরে জাতীয় উদ্যান এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আব্দুল কাদির আজাদ (২৮) নামে এক যুবক খুন হন। তিনি জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দেলোয়ার নামে এক ছাত্রদল কর্মীর কাছে টাকা পাওনা ছিল আজাদের। টাকা আদায়ে বুরজান চা বাগানে গেলে তাকে ২ হাজার টাকা কম দেওয়া হয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আজাদকে খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছুরিকাঘাত করে দেলোয়ার ও তার সঙ্গীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহনগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক। তিনি বলেন, ‘খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।’

এ নিয়ে সিলেট গত ৬ দিনে ছুরিকাঘাতে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে গত ৯ আগস্ট রাত ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়িঘরের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে একজন এবং ১০ আগস্ট রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার কদমতলে ছুরিকাঘাতে রনি হোসেন (৩০) নামে আরেক যুবক খুন হন।