সুদানে কলেরা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু

Published: 14 August 2025

পোস্ট ডেস্ক :


সুদানের দারফুর প্রদেশে কলেরা আক্রান্ত হয়ে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বাজে ভাবে কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, সুদানিজ আর্মি ও আরএসএফের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধে দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বাজেভাবে সুদানে কলেরা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। শুধু দারফুরে ২ হাজার ৩০০ মানুষ কলেরা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪০ জন।নির্বাচিত কলাম

স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ৯৯ হাজার ৭০০ মানুষ কলেরা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৭০ জন। কলেরা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এছাড়া দূষিত পানি ও খাবারের মাধ্যমে ডাইরিয়া, বমি ও শরীর ব্যাথার মতো লক্ষণ দেখা যায়। কলেরার প্রাদুর্ভাবকে ধীর করে দিতে বুধবার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা রাজধানী খারতোমে একটি দশদিন ব্যাপী ভ্যক্সিন কর্মসূচী শুরু করে। যুদ্ধের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এমন লাখ লাখ মানুষ এখন নিরাপদ পানির অভাবে আছেন। আল ফাশেরের কাছে যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার মানুষ পালিয়ে গেছেন।

এদিকে তাওলিয়ার বাসিন্দারা প্রতিদিন মাত্র ৩ লিটার পানি দিয়ে তাদের দৈনন্দিন কাজ চালাচ্ছেন। যেখানে একজন মানুষের একদিনে কমপক্ষে ৭ দশমিক ৫ লিটার পানির প্রয়োজন হয়। শরণার্থী শিবিরগুলোতে বসবাসকারীদের দূষিত পানি পান করা ছাড়া আর কোনো উপায় নেই। মার্চে সামরিক বাহিনী খারতুম দখল করার পর দারফুরে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আরএসএফ আল ফাশের শহর দখলের চেষ্টা করছে। জাতিসংঘ জানিয়েছে, আটকে পড়া মানুষরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন।