রাশিয়ার কারখানায় বিস্ফোরণে নিহত ২০, আহত ১৩৪

Published: 18 August 2025

পোস্ট ডেস্ক :


রাশিয়ার রায়াজান প্রদেশে কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরও ১৩৪ জন। রায়াজান প্রদেশের গভর্নর পাভেল মালকভ বলেছেন, কারখানার ভেতরে ওয়ার্কশপে আগুন লাগায় ওই বিস্ফোরণ হয়। তবে ওই কারখানায় কী প্রস্তুত করা হতো এবং কীভাবে সেখানে আগুন লাগে ওই বিষয়ে রাশিয়ার গণমাধ্যমে কিছু বলা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিছু গণমাধ্যম জানিয়েছে ওই কারখানায় বিস্ফোরক দ্রব্য তৈরি হতো। তবে রয়টার্স এ বিষয়ে কোনো সত্যতা পায়নি। আহত ১৩৪ জনের মধ্যে ৩১ জন হাসপাতালে ভর্তি। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানার কয়েকটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।