ইউক্রেনে রাশিয়ার বৃহৎ ড্রোন হামলা

Published: 21 August 2025

পোস্ট ডেস্ক :


শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভের কর্তৃপক্ষ জনিয়েছে, চলতি সপ্তাহে বৃহৎ হামলা চালিয়েছে মস্কো। এ সপ্তাহে কিয়েভকে লক্ষ্য করে ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লেভিবে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশিমাঞ্চলীয় শহরে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে মোট ৬১৪টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ৫৭৭টা ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। দেশটি জানিয়েছে জুলাই থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা এটি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত ঠিক তখনই এই হামলার খবর সামনে আসলো। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা বলেছেন, এই হামলা এটাই স্পষ্ট করে যে কেন এই যুদ্ধ থামিয়ে দেয়া বেশ জটিল।

এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যেকোনো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ইউক্রেন। যদিও এই আলোচনা এখন আর সহজ কোনো বিষয় নয়। এ সপ্তাহে জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। প্রাথমিকভাবে তিনি ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানান। পরে ট্রাম্প তার মত পরিবর্তন করে বলেন, আমি মনে করি তারা নিজেরাই আলোচনা করতে পারে, যদি প্রয়োজন হয় তাহলে আমি যাবো।