মারা গেলেন দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও
পোস্ট ডেস্ক :

মারা গেলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৮। লিভারে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান ক্যাপ্রিও। প্রায় ৪০ বছর ধরে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, হাস্যরসাত্মকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কারণে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তার বিচার প্রক্রিয়া সম্পন্নের ভিডিওগুলো নিয়ে একটি টিভি শো তৈরি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই শো’র ভিডিওওতে কয়েক বিলিয়ন ভিউ হয়। টিভিতে নিজের ক্যারিয়ার শুরুর আগে রোড আইল্যান্ডে হাজার হাজার মামলা লড়েছেন বিচারক ক্যাপ্রিও। বিচার প্রক্রিয়ার সময় তাকে প্রায়ই আদালতকক্ষে শিশুদেরকে নিজের সঙ্গে বসতে বলতে দেখা যায়। তিনি ওই শিশুদেরকে ছোট্ট বিচারক হিসেবে অভিহিত করেন। এক টিকটক ভিডিওতে ক্যাপ্রিওর সকালের রুটিন দেখা যায়। তিনি প্রথমে নিজের দাঁত ব্রাশ করেন। এরপর নিজের অনুষ্ঠানের ভিডিও দেখেন। তার দৈনন্দিন জীবন নিয়ে করা টিকটক ভিডিওতে প্রায় ৫ মিলিয়ন ভিউ হয়েছে। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে ক্যাপ্রিও বলেন, তার আদালত কক্ষের বিচার প্রক্রিয়া রোড আইল্যান্ডের জীবনের একটি অংশ প্রদর্শন করে, যা খুবই আকর্ষণীয়।
এদিকে ফ্রাঙ্ক ক্যাপ্রিওর ছেলে ডেভিড ক্যাপ্রিও তার পিতার ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। বলেছেন, বিচারক ক্যাপ্রিও তার অনুপ্রেরণাদানকারী অসংখ্য কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার অনুপ্রেরণা ও হাস্যরসাত্মক স্বভাব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ২০২৩ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ক্যাপ্রিও। বলেন, যতটা সম্ভব লড়াই করার জন্য আমি প্রস্তুত। ক্যাপ্রিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পোস্টে অনুসারীদেরকে তার জন্য প্রার্থনা করতে বলেন। ৬০ বছরের দাম্পত্য জীবনে ক্যাপ্রিওর ঘরে পাঁচ সন্তান, সাত নাতী আছে ও দুই প্রপৌত্র আছে।




