নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সন্দেহে ১ ইউক্রেনীয় গ্রেপ্তার
পোস্ট ডেস্ক :

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে সম্পৃক্ত থাকার সন্দেহে এক ইউক্রেনীয়কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম শেরি কে। তাকে ইতালির রিমিনি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। নর্ড স্ট্রিম ১ ও নড স্ট্রিম ২ এ বিস্ফোরক পুতে রেখেছিলো এমন এক গ্রুপের সদস্য ছিলেন শেরি। ওই বিস্ফেরণে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কেউ হামলার বিষয়টি স্বীকার করেনি। ইউক্রেন এ বিষয়ে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ইতালির ক্যারাবিনিয়েরি পুলিশ স্টেশনে আটক ওই ইউক্রেনীয় বিস্ফোরণের পরিকল্পনার মূল হোতা। নর্ড স্ট্রিম ১ এর দুইটি পাইপলাইনে রাশিয়ার উপকূল থেকে উত্তর পূর্ব জার্মানি পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার পথ গ্যাস সরবরাহ করা হয়। রাশিয়ার আক্রমণের আগে নর্ড স্ট্রিম ২ অনুমোদন প্রক্রিয়া স্থগিত করে জার্মানি। যা কিনা ১০০ শতাংশ রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের মালিকানাধীন ছিলো। কয়েক মাস পর নর্ড স্ট্রিম ১ বন্ধ করে দেয় রাশিয়া। ২০২২ সালের ২৬ ডিসেম্বর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে জানা যায়, চারটির মধ্যে তিনটি পাইপলাইন ফেঁটে গেছে। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের পরিচয় নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। মস্কো পাল্টা দোষ দেয় যুক্তরাষ্ট্র ও বৃটেনের ওপর। জার্মান প্রসিকিউটররা গত আগস্টে ভলোদিমির জেড নামের এক ডুবুরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।




