ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
পোস্ট ডেস্ক :

ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে শুক্রবার ইরানি গণমাধ্যম জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর শহরের কাছে টহলে থাকা দুই পুলিশ ইউনিটকে লক্ষ্য করে হামলা চালায়।
পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘এই সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ও শান্তির পাঁচ জন সেবক শহীদ হয়েছেন।’
পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা ঘেঁষা সিস্তান-বেলুচিস্তান বহুদিন ধরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।
এখানে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। শিয়া-অধ্যুষিত ইরানের এ প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি বেলুচ জনগোষ্ঠীর বাস ও এটি দেশের অন্যতম দরিদ্র অঞ্চল।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা নিয়মিত টহলে ছিলেন, তখনই তাদের ওপর গুলি চালানো হয়। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি গুলিবিদ্ধ পুলিশ পিকআপ ভ্যান ও মাটিতে পড়ে থাকা দেহ দেখা গেছে।
হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে ফার্স।
তবে এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
ইরান প্রায়ই প্রদেশটিতে পুলিশ বা রেভল্যুশনারি গার্ডদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনা জানিয়ে থাকে। এর জন্য কর্তৃপক্ষ সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে, যার মধ্যে জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) অন্যতম।
সর্বশেষ এ হামলার আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, গত সপ্তাহে তারা আরেক সশস্ত্র গোষ্ঠী আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে, যারা হামলার চেষ্টা করছিল। তারও একদিন আগে জাইশ আল-আদল পুলিশের ওপর এক হামলার দায় স্বীকার করেছিল, যাতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।




