এমন মার্কিন প্রেসিডেন্ট আগে কখনো দেখিনি : জয়শঙ্কর

Published: 23 August 2025

পোস্ট ডেস্ক :


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে পরপর দুই দিন প্রবল সমালোচনায় বিদ্ধ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৫ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জয়শংকর বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি ‘অভূতপূর্ব’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো নীতি নেননি অতীতের কোনও মার্কিন প্রেসিডেন্ট।।

ট্রাম্পের ‘শুল্কযুদ্ধ’ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণের ধরণ, এমনকি তার নিজের দেশের প্রতিও এতদিনের কূটনৈতিক ঐতিহ্যের থেকে সম্পূর্ণ আলাদা।

জয়শংকর আরও বলেন, ট্রাম্পের শুল্কবাণের জবাবে ভারতের নীতি খুব স্পষ্ট। কোনওভাবে ভারতবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, কৃষক-মজুরের স্বার্থে আঘাত লাগে এমন কাজ ভারত করবে না।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শংকর বলেন, রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন। রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটাও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকা থেকেও তেল কিনি, সেই পরিমাণটাও বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটা খুবই অগোছালো, ভুলভাল বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া তেল ক্রয়ের ‘অপরাধে’ ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, সেই পদক্ষেপকেই যুক্তিহীন বলে অভিহিত করেছেন জয়শংকর।

ভারত-পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবির সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, মধ্যস্থতার (ভারত-পাক সংঘাত) বিষয়ে ১৯৭০ সাল থেকে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে। তা হলো পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা কারও মধ্যস্থতা গ্রহণ করি না। যদিও ট্রাম্প বারবার মধ্যস্থতার দাবি করে চলেছেন।