শিশুকে বাঁচাতে খরস্রোতা নদী পার হন নার্স, ভিডিও ভাইরাল
পোস্ট ডেস্ক :

ওষুধ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে এক নার্স জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারি দিচ্ছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, প্রবল জলস্রোতের মধ্যে উঁচু পাথর। আর পায়ের জুতা হাতে নিয়ে পাথর থেকে পাথরে লাফিয়ে পার হচ্ছেন এক তরুণী।
জানা গেছে, ঘটনাটি ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার।
ভাইরাল ভিডিওটি জেলার টিক্কর গ্রামের বাসিন্দা কমলার, যিনি পেশায় একজন নার্স।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কমলা তার ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় তার কাছে একটি জরুরি ফোন আসে। তাকে জানানো হয়, একটি শিশু খুবই অসুস্থ, এখনই তাকে ইনজেকশন দিতে হবে।
মাত্র দুই মাসের ওই মুমূর্ষু শিশুকে জীবনদায়ী ইনজেকশন দেওয়া খুবই জরুরি শুনে প্রাণ হাতে খরস্রোতা নদী পার হন তিনি। ঘটনাটি ঘটে চৌহরঘাটি এলাকার সুদহার পঞ্চায়েতে।
টানা বৃষ্টিতে নদীর উপরে থাকা সেতু আর ফুটব্রিজ ভেসে গিয়েছে। ফলে একমাত্র উপায় প্রচণ্ড স্রোতের মধ্যে পাথরের ওপর ভর দিয়ে এগিয়ে যাওয়া।
সেই কাজে যথেষ্ট ঝুঁকি রয়েছে। পা পিছলে গেলে যেকোনো মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও পিছিয়ে যাননি কমলা।
যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পরলে সবাই কমলার সাহসিকতা এবং সেবা প্রদানের আগ্রহর প্রশংসা করেন।
কমলা বলেন, ‘প্রতিদিন প্রায় চার কিলোমিটার হেঁটে যেতে হয়। রাস্তাঘাট নেই, ব্রিজও সব ভেসে গিয়েছে। তবু রোগীর জন্য পৌঁছতেই হবে।’ অবশেষে মুমূর্ষু শিশুটির কাছে পৌঁছন তিনি। ইনজেকশন দিয়ে ফের হাঁটা পথে হাসপাতালে ফিরে আসেন।




