ইন্দোনেশিয়ায় সমকামিতার অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে ৭৬টি বেত্রাঘাত

Published: 28 August 2025

পোস্ট ডেস্ক :


ইন্দোনেশিয়ার রক্ষণশীল প্রদেশ আচেহ-তে গত ২৬ আগস্ট দুই পুরুষকে প্রকাশ্যে ৭৬টি বেত্রাঘাত করা হয়েছে। সমকামিতার অভিযোগে তাদেরকে শরিয়া আদালত দোষী সাব্যস্ত করেছে এবং প্রকাশ্যে প্রত্যেক যুবককে ৭৬টি বেত্রাঘাত করা হয়েছে। ইসলামে নিষিদ্ধ সমকামী প্রেম ও চুম্বনের অপরাধে শরিয়া আইন মেনে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই সমকামী যুবক একটি পার্কের শৌচাগারে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ইসলামী শরিয়া আইন অনুযায়ী, তাদের প্রকাশ্যে ৮০ ঘা চাবুক মারার শাস্তি দেয়া হয়। পরে অবশ্য ৭৬ ঘা চাবুক ও চার মাসের কারাদণ্ড দেন আদালত। সেইমতো গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশের এক পার্কে প্রকাশ্যে ওই যুবকদের শাস্তি দেয় পুলিশ।

জানা গেছে, ১০ জনের একটি দল এক নাগাড়ে ৭৬ ঘা চাবুক মারে দুই ‘অপরাধী’কে। আচেহ প্রদেশে প্রচলিত ইসলামী আইন বা শরিয়া আইন অনুসারে সমকামী কার্যকলাপ অবৈধ। তবে, বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অন্যান্য অংশে এই কার্যকলাপগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এই দুই ব্যক্তি একই দিনে বিভিন্ন অভিযোগের জন্য জনসমক্ষে বেত্রাঘাত করা দশজনের একটি বৃহত্তর দলের অংশ ছিলেন।

বান্দা অঞ্চলের পুলিশ প্রধান রোজলিনা এ জলিল বলেন, ‘গত এপ্রিল মাসে পার্কের মধ্যে যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক ব্যক্তি পুলিশকে খবর দিয়েছিল। এরপর স্থানীয় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে দু’জনকে। সেই অপরাধে এদিন অভিযুক্তদের সাজা কার্যকর করা হয়েছে। ওই দুজন ছাড়াও মঙ্গলবার ওই পার্কে চাবুক মারা হয়েছে আরও ৮ জনকে। এদের মধ্যে তিনজন নারী ও ৫ জন পুরুষ। এরা কেউ বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, কেউ অনলাইনে জুয়া খেলার মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে মধ্যযুগীয় এই শাস্তির তীব্র বিরোধিতা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই বেসরকারি সংস্থা বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে প্রচার ও নির্যাতিতদের সুরক্ষার জন্য কাজ করে। সংস্থার পরিচালক মন্টসে ফেরার বলেন, ‘সমকামী আচরণকে অপরাধ ঘোষণা করা মানব সমাজে ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য নয়।’