কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

Published: 29 August 2025

পোস্ট ডেস্ক :


সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কমলাকে ওই সুবিধা দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, একজন সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের পদত্যাগের ছয়মাস পরও অতিরিক্ত নিরাপত্তা পাওয়ার কথা। জো বাইডেন আরও এক বছরের জন্য তাকে ওই সুবিধা পাওয়ার ব্যবস্থার করলেও ট্রাম্প তা বাতিল করেছেন। কয়েক সপ্তাহ পরই ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে লেখা সৃত্মিকথার ‘১০৭ ডেজ’ প্রচারণা চালানোর কথা ছিলো কমলা হ্যারিসের। তার আগেই এমন পদক্ষেপ নিলেন ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অবগত সূত্র জানিয়েছে, বর্তমানে এমন কোনো হুমকি নেই যার কারণে কমলার সিক্রেট সার্ভিস সুরক্ষার মেয়াদ বাড়াতে হবে। সিক্রেট সার্ভিস সুরক্ষা হারানোর অর্থ হলো লস অ্যাঞ্জেলেসে তার ও তার সম্পত্তির নিরাপত্তা যারা দিতেন তারা এখন থেকে আর এ দায়িত্বে থাকবেন না।

তিনি যদি নিজ অর্থায়নে কাউকে এ দায়িত্ব দেন সেক্ষেত্রে তার প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার অর্থ ব্যয় হতে পারে। তবে ভবিষ্যতে কে সাবেক ভাইস প্রেসিডেন্টকে সুরক্ষা দেবে তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্পের ওই সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়া গভর্নর গাভিন নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ক্ষোভ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন ব্যক্তির সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন ডনাল্ড ট্রাম্প। এর মধ্যে জো বাইডেনের সন্তান হান্টার ও অ্যাশলি বাইডেন অন্যতম। ওই তালিকায় আরও আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের সাবেক পরিচালক অ্যান্থনি ফউসি। ট্রাম্পের আগের মেয়াদের বেশ কয়েকজন কর্মকর্তা ও মিত্রদের সুরক্ষাও বাতিল করা হয়েছে। দায়িত্বে থাকাকালীন হ্যারিস বেশ কয়েকবার নিরাপত্তা হুমকির সম্মুখীন হন। ২০২৪ সালের আগস্টে ভার্জিনিয়ার এক ব্যক্তি অনলাইনে কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুম, খুনের হুমকি দেয়।