বন্যার পানিতে ডুবে পাঞ্জাবে ৩৩ জনের মৃত্যু
পোস্ট ডেস্ক :

ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, পাঞ্জাবে বন্যার পানিতে ডুবে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। এ খবর দিয়েছে অনলাইন জিওনিউজ। পিডিএমএ এর পরিচালক জেনারেল ইরফান আলি কাঠিয়া বলেন, গোটা প্রদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। এছাড়া পাঞ্জাবের প্রধান তিনটি নদীতে (সিন্ধু পানিচুক্তির আওতাধীন শতদ্রু, রাভি ও চেনাব) বিপজ্জনক মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি। বলেন, এখন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, আমরা তিনটি বড় নদীতে ভয়াবহ স্রোত দেখছি।
এদিকে এই বন্যার জন্য ভারতকেও দায়ী করেছে ইসলামাবাদ। বলেছে, সময়মতো বন্যার আগাম সতর্কবার্তা দেয়ার দায়িত্ব অবহেলা করছে নয়াদিল্লি। এছাড়া ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। দেশটিতে চলতি মৌসুমে জুনের শেষ থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। দেশটির সরকারি তথ্যমতে, বন্যার পানিতে প্রায় ২২০০টি গ্রাম প্লাবিত হয়েছে। যেখান থেকে সাড়ে ৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। শুধু ত্রিম্মু ব্যারাজেই এক দিনে পানির প্রবাহ এক লাখ কিউসেক বেড়ে ৩ লাখ ৬১ হাজার ৬৩৩ কিউসেক হয়েছে। বলা হচ্ছে স্মরণকালের অন্যতম বৃহৎ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব।




