লজ্জিত হলেন শেহবাজ শরীফ!
পোস্ট ডেস্ক :

সোমবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ আলাপচারিতায় অংশ নেন। এই মুহূর্তটি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে। কারণ, এই সম্মেলন এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যে উত্তেজনা বাড়িয়েছেন। বেইজিংয়ের তিয়ানজিন থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে তিন শীর্ষ নেতার মধ্যে দৃশ্যমান সৌহার্দ্য দেখা গেছে।
আর অন্য বিশ্বনেতারা পার্শ্বে অবস্থান করে তা পর্যবেক্ষণ করেছেন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মলিন মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তাকে অতিক্রম করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পুতিন। তারা দু’জন আনন্দময় ও অপ্রচলিত আলাপে ব্যস্ত। আর শেহবাজ শরীফ দু’হাত সামনে এনে কাঁচুমাচু হয়ে গোমড়া মুখে দাঁড়িয়ে আছেন। প্লিনারি অনুষ্ঠানের কয়েক সেকেন্ড আগে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এর আগে সম্মেলনের প্রথম গ্রুপ ছবি তোলার সময় শেহবাজ শরীফের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলেন মোদি। পরবর্তীতে পুতিন ও শি জিনপিং-এর সঙ্গে নিজস্ব ছবি পোস্ট করেন মোদি। তিনি লিখেছেন, ‘তিয়ানজিনে আলাপচর্চা চলছে! এসসিও শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং-এর সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় করছি।’ রাশিয়ান নেতার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা সবসময় আনন্দের। এই পটভূমি আসে নতুন দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার মাঝে।




