আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯০০

Published: 2 September 2025

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ইউসুফ হাম্মাদ এপি’কে জানিয়েছেন, দেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯০০। আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার মানুষ। তিনি বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাই এ সংখ্যাগুলো বৃদ্ধি পেতে পারে। ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়েছে। সড়ক ব্লক হয়ে যায়। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হয়। তবে বেশিরভাগ সড়ক আবার চালু করা হয়েছে। বাকি রাস্তা দ্রুত খোলা হবে, যাতে দুর্গম এলাকায় পৌঁছানো যায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ওদিকে আফগানিস্তানের বর্তমান তালেবান শাসকদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়নি। তবে অনেক দেশ সীমিতভাবে যোগাযোগ ও সহায়তা বজায় রাখার চেষ্টা করছে। জাপান ২০০১-২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৬.৯ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ২০২৪-২০২৫ সালে সীমিতভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সহায়তা দিয়েছে তারা। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অনুরোধে ২৭.৫ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে আফগানিস্তান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শরণার্থী সহায়তায় ৬ মিলিয়ন ডলার এসেছে। জাপান এখনও আনুষ্ঠানিকভাবে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি’র সরকারের দূতাবাসকে স্বীকৃতি দেয়। কিন্তু কাবুলে তালেবান কর্মকর্তাদের সঙ্গে কাজ করার জন্য একটি কার্যকর দূতাবাসও আছে। কেবল রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের স্বীকৃতি দিয়েছে। চীন তালেবানের কূটনীতিককে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সরকার নয়। ভারত, বৃটেন, নরওয়ে সহ অনেক দেশে সাবেক সরকারের দূতাবাস বন্ধ হয়ে গেছে। প্রায় ১৭টি দেশে কাবুলের কার্যকর দূতাবাস আছে। কিন্তু যেহেতু তালেবান সরকারকে বৈধ শাসক হিসেবে স্বীকৃতি নেই, তাই সরাসরি সহায়তা পৌঁছানো কঠিন।