মালয়েশিয়ায় দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Published: 2 September 2025

পোস্ট ডেস্ক :


মালয়েশিয়ায় গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম, পুলিশ ও বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগুলো ঘটেছে পাহাং ও সেলাঙ্গর প্রদেশে।

শনিবার রাতে পাহাংয়ের কুয়ালা লিপিসে জালান লাদাং আর্গোপলিটান গাহাই এলাকায় একটি টয়োটা হাইলাক্স গাড়ি উল্টে পড়ে। এতে গাড়ির পেছনে বসা দুই বাংলাদেশি বাগান শ্রমিক মো. শামীম রেজা (২৪) ও তুহিন আলী (২৬) ঘটনাস্থলেই মারা যান। গাড়িটি স্থানীয় এক ব্যক্তি চালাচ্ছিলেন এবং এতে মোট ছয়জন বাংলাদেশি যাত্রী ছিলেন।

এছাড়া রোববার ভোরে সেলাঙ্গরের শাহ আলমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আরেকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনার তদন্ত চলছে এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তারা প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।