খুনের আগে শুনতেন গান, একে একে ২৬ নারীকে হত্যা করেন সিরিয়াল কিলার
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ‘অ্যালফাবেট কিলার’ হিসেবে পরিচিত জোসেফ নাসো। একে একে ২৬ নারীকে খুন করেছে সে। এর মধ্যে চারজনকে খুনের দায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। নামের প্রথম ও শেষ অক্ষর একই এমন নারীদেরকে বেছে বেছে খুন করতো নাসো। এ কারণে তাকে অ্যালফাবেট কিলার বলা হয়। ফেয়ারফ্যাক্সের কাছে ১৯৭৭ সালে রোক্সেন রোগাসচকে হত্যার দায়ে তাকে ২০১৩ সালে দোষী সাব্যস্ত করা হয়।
এছাড়া ১৯৭৮ সালে ক্যারমেন কোলোন, ১৯৯৩ সালে পামেলা পারসন ও ১৯৯৪ সালে ট্রেসি টাফোয়াকে খুন করে নাসো। ১৯৮৮ সালে সে তার প্রেমিকাকে খুন করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা আরেক বন্দি নাগুরো জানিয়েছে, নাসো এক দশকেরও বেশি সময় ধরে তার অপরাধ নিয়ে বড়াই করেছে। নাগুরোর মতে, সে ১০ জন ভুক্তভোগীকে সেরা হিট হিসেবে উল্লেখ করে। এর মধ্যে একজন হলেন, পামেলা ল্যাম্বসন (১৯)। যাকে অফিসিয়াল ফটোগ্রাফার সেজে প্রলুব্ধ করে নাসো। এরপর তাকে ধর্ষণ করে খুন করে সে। পরবর্তীতে মৃতদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়। নাসোর বরাত দিয়ে নাগুরো বলেন, পামেলা বিনোদন জগতে আসার জন্য আমাকে পাগল করে তোলেন। তিনি তারকা হতে চেয়েছিলেন, এ কারণে তার ছবিগুলো তুলেছিলাম। তিনি যতটা প্রচার চেয়েছিলেন, তার সবই এখন পাচ্ছেন। নাসো ছয়জন ভুক্তভোগীকে খুনের আগে তাদের ছবি তোলে। আরও বলে, খুনের আগে সে দ্য ডুওরস রাইডার্স অন স্ট্রম গান শুনতো। জোসেফ নাসো বর্তমানে ক্যালিফোর্নিয়ায় কারাবন্দি অবস্থায় আছে।




