আফগানিস্তানে ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ২২০৫ জনে দাঁড়িয়েছে

Published: 4 September 2025

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২০৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। তিনি বলেন, আহতের সংখ্যাও কয়েক হাজারে পৌঁছেছে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। তালেবান মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত হতাহতের সর্বশেষ এই সংখ্যা জানিয়ে গণমাধ্যমটিকে বলেন, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান। তিনি বলেন, মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

কুনার প্রদেশের স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা বৃহস্পতিবার জানিয়েছেন, হতাহতের মোট সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। জীবিতদের জন্য অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটি।

আফগানিস্তানের অন্যান্য প্রদেশ যেমন নানগারহার, লাঘমান এবং পাঞ্জশির থেকেও হতাহতের সংখ্যা জানার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নানগারহারে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মানবিক সংস্থাগুলো বলছে ধ্বংসের মাত্রা ব্যাপক এবং একটি গভীর সংকট রোধ করতে জরুরি আন্তর্জাতিক সহায়তার জন্য তারা আহ্বান জানিয়েছে। বেশকিছু দেশ ইতিমধ্যেই আফগানিস্তানে মানবিক সহায়তা উপকরণ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, ইরান, চীন, ভারত। এছাড়া বেশ কয়েকটি পশ্চিমা দেশও সেখানে সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এ সপ্তাহের রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে ৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় গ্রামের পর গ্রাম। নিমিষেই বহু মানুষ তাদের প্রাণ হারান। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্পের কম্পন শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ির নিচে চাপা পড়ে বাসিন্দারা। এ কারণেই মৃতের সংখ্যা এত বেশি বলে ধারণা করছে সরকার। ২০২১ সালে তালেবান ক্ষমতা ফিরে পাওয়ার পর এটি আফগানিস্তানে আঘাত হানা তৃতীয় বড় ভূমিকম্প। যা দেশটির মানবিক চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলছে।