জিজ্ঞাসাবাদে বিপাশার নাম বললেন রাজ কুন্দ্রা
পোস্ট ডেস্ক :

৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সম্প্রতি ইকোনমিক অফেন্সেস উইং-এর পক্ষ থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাজ কুন্দ্রাকে। আর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েই রাজের মুখে এলো বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম! তা হঠাৎ আর্থিক দুর্নীতি কাণ্ডে বিপাশা ও নেহার নাম কেন নিলেন রাজ?
সূত্র জানাচ্ছে, আর্থিক দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের সময় রাজ ওই দুই অভিনেত্রীর নাম নিয়েছেন। রাজের কথায়, ওই ৬০ কোটি টাকার কিছু অংশ দুই অভিনেত্রীর কাছে পারিশ্রমিক হিসাবে গিয়েছে।
তাঁদের সঙ্গে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারী অফিসারদের কাছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত বিপাশা বসু বা নেহা ধুপিয়ার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১৪ আগস্ট মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছিলেন ব্যবসায়ী দীপক কোঠারি। জানা গেছে, ব্যবসার নাম করে দীপকের কাছে অর্থ ধার করেছিলেন শিল্পা ও রাজ।
সেই টাকা বিনিয়োগ করেছিলেন। সঙ্গে ব্যক্তিগত খরচের জন্যও ব্যবহার করা হচ্ছিল।
ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ব্যবসা বাড়ানোর নামে টাকা নিয়ে তা ব্যক্তিগত কাজে খরচ করেন তাঁরা। শুধু তাই নয়, টাকা ঋণ হিসেবে নিয়ে বিনিয়োগ হিসেবে দেখিয়ে কর বাঁচানোর পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে।




