বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধের ঘোষণা আমিরাতের

Published: 20 September 2025

পোস্ট ডেস্ক :


বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের জন্য বড় এক দুঃসংবাদ দিলো সংযুক্ত আরব আমিরাত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন, কর্ম এবং ব্যবসায়িক ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে দেশটি।

শুধু বাংলাদেশ নয়, একই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ‘ইউএই ভিসা অনলাইন’-এ প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত উদ্বেগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং কোভিড-১৯ মহামারির মতো কারণগুলো এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি আমিরাত সরকার।

২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ এসব দেশের নাগরিকরা আর নতুন করে আমিরাতে পর্যটন, চাকরি বা ব্যবসায়িক ভিসার আবেদন করতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এতে অনেক বাংলাদেশি যারা আমিরাতে কাজের বা ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।