ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল

Published: 20 September 2025

পোস্ট ডেস্ক : 

ইউরোপজুড়ে বিমানযাত্রায় নেমেছে হঠাৎ বিপর্যয়। বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ চেক-ইন ও বোর্ডিং সেবা দেওয়া প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো।

এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, “প্রযুক্তিগত ত্রুটির কারণে আমাদের সেবা ব্যাহত হচ্ছে। সমস্যার সমাধানে আমরা কাজ করছি, তবে সময় লাগবে।”

তবে নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে সাইবার হামলা বলেই সন্দেহ করছেন। কলিন্স অ্যারোস্পেস বিশ্বের বহু এয়ারলাইন্স ও বিমানবন্দরে চেক-ইন, বোর্ডিং ও অন্যান্য প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। ইউরোপের অধিকাংশ এয়ারলাইন্স তাদের সেবার ওপর নির্ভরশীল।

সেবাব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাওয়ায় লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের অনেককে হঠাৎ এসএমএস বা ফোনকলের মাধ্যমে ফ্লাইট বাতিলের খবর জানানো হয়।

তবে ইউরোপের সব বিমানবন্দর এই হামলায় আক্রান্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দর এখনো স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, “চেক-ইন ও বোর্ডিং এখন ম্যানুয়ালি করতে হচ্ছে। এতে সময় লাগছে। দ্রুত সমাধান না হলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় গড়ে ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”

বিশ্লেষকরা বলছেন, এটি একটি বড় ধরনের সতর্ক সংকেত, যেভাবে এয়ারলাইন সিস্টেম প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, তাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে।