ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
পোস্ট ডেস্ক :

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: রয়টার্স।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল সম্প্রতি যুক্তরাজ্যে এক সফরের সময় জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি লিসবন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের এক সম্মেলনেই এই স্বীকৃতি ঘোষণা করা হবে।
পর্তুগাল ইউরোপের ২৭ জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য। তবে ইইউর সদস্য হয়েও এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে মাত্র কয়েকটি দেশ। এর আগে সুইডেন ও সাইপ্রাস ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গাজা যুদ্ধে ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষিতে ২০২৪ সালের মে মাসে স্পেন, এরপর আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এবার সেই তালিকায় চতুর্থ ইইউ সদস্য হিসেবে যুক্ত হচ্ছে পর্তুগাল।
তবে লিসবন জানিয়েছে, এই স্বীকৃতি কোনো একতরফা বা হঠকারী সিদ্ধান্ত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিষয়ে ইইউর অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই তারা এগোচ্ছে।
পর্তুগাল স্পষ্ট করেছে তারা চাইছে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের স্বীকৃতি দেওয়া হোক, তবে সেটা যাতে বৃহৎ কূটনৈতিক চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়েও তারা সতর্ক রয়েছে।




