মসজিদে বিয়ে করলেন শবনম ফারিয়া

Published: 20 September 2025

পোস্ট ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানী অ্যাভিনিউ এলাকার আল মুস্তাফা মসজিদে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ে।

 

বরের নাম তানজিম তায়েব পেশায় ব্যাংকার, রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে ঢাকার একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

 

ঘনিষ্ঠদের উপস্থিতিতে মসজিদেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, এ সময় অতিথিদের বাদাম ও খেজুর দিয়ে মিষ্টিমুখ করান শবনম ফারিয়া। বিয়ের পুরো আয়োজন ছিল সাদামাটা, কিন্তু আন্তরিকতায় ভরা।

বিয়ের পর এক প্রতিক্রিয়ায় শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। পরিবারের আকস্মিক সিদ্ধান্ত আর নিজের মনে তৈরি হওয়া সাহস এই দুই মিলেই আজকের এই পরিণয়।”

তিনি আরও জানান, শিগগিরই সহকর্মী, আত্মীয় ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

 

এ দম্পতি তাদের নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে তিনি হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

শবনম ফারিয়া শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার, যেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পেয়েছেন সমালোচকদের প্রশংসা।