পাক-ভারত সীমান্তে গোলাগুলি

Published: 21 September 2025

পোস্ট ডেস্ক :


ফের উত্তেজনায় জড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। পেহেলগাম কান্ডের পর গত কয়েকদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। এবার তা গড়িয়েছে গোলাগুলিতে। সূত্রের বরাত দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গোলাগুলির মাত্রা খুব বেশি ছিলনা এবং এটা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেনি। সূত্রের তরফে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫মিনিটের দিকে গোলাগুলি শুরু হয়। যা থেমে থেমে প্রায় এক ঘন্টা ধরে চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত সেনাবাহিনী এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি জারি করেনি।