গাজা যুদ্ধ নিয়ে আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার
পোস্ট ডেস্ক :

গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একদল আরব ও মুসলিম নেতার সঙ্গে বৈঠকে বসবেন । বিষয়টি সম্পর্কে অবগত দুই আরব কর্মকর্তা মার্কিন মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।কর্মী নিয়োগ
ঐদিন স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারিত এ বৈঠকটি অনুষ্ঠিত হবে যখন ঠিক এর কয়েক দিন পর ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি এমন এক সময় ঘটছে যখন পশ্চিমা দেশগুলো ধারাবাহিক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরাইল তার দখলকৃত পশ্চিম তীরের অংশ পুনরায় সংযুক্ত করার হুমকি দিয়েছে। হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকটি নিয়ে কোনো মন্তব্য করেনি।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াশিংটন আশা করছে এই দেশগুলো গাজার যুদ্ধোত্তর স্থিতিশীলতা পরিকল্পনায় অংশ নেবে এবং এমনকি ইসরাইলি সেনাদের পরিবর্তে আরব নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী পাঠাতেও সম্মত হতে পারে। অপরদিকে আরব নেতারা ট্রাম্পকে আহ্বান জানাবেন যেন তিনি নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং পশ্চিম তীর দখলের পরিকল্পনা পরিত্যাগে চাপ দেন।
আমিরাত ইতিমধ্যেই হোয়াইট হাউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পশ্চিম তীর সংযুক্ত করার যেকোনো পদক্ষেপ ট্রাম্পের প্রথম মেয়াদের প্রধান কূটনৈতিক অর্জন আব্রাহাম অ্যাকর্ডসকে ভেঙে দিতে পারে।
গাজা-ভিত্তিক বৈঠকের পাশাপাশি ট্রাম্প একই দিনে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গেও আরেকটি বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। এতে সৌদি আরব, আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত অংশ নেবে। এ বৈঠকের মূল আলোচ্য হবে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলের হামলা বন্ধ করা, যা উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের প্রথম আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। আরব কর্মকর্তারা জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নিশ্চয়তা চাইবে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে ট্রাম্পের লক্ষ্য হলো ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বজায় রাখা এবং একই সঙ্গে আরব দেশগুলোর যুদ্ধবিরতির দাবি ও নতুন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চয়তার চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা।




