শারজাহ রাজপরিবারের সন্তান শেখ সালমান বিন খলিদ আল কাসিমির ইন্তেকাল
স্টাফ রিপোর্টার :

শারজাহ রাজপরিবারে সন্তান শেখ সালমান বিন খলিদ বিন মোহাম্মেদ আল কাসিমি ২৩ সেপ্টেম্বর সোমবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি ছিলেন শারজাহর সমাজ উন্নয়ন ও মানবিক সহানুভূতির এক উজ্জ্বল প্রতীক। জীবদ্দশায় সমাজসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং রাজপরিবারের প্রতিনিধি হিসেবে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকাল ১০টায় শারজাহর ঐতিহাসিক কিং ফয়সাল মসজিদে জানাজার নামাজ শেষে আল জুবাইল কবরস্থানে দাফন করা হয়েছে।
শারজাহ সরকার মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
শোক প্রকাশের জন্য রাজপরিবারের পক্ষ থেকে Al Ramla এলাকায় অবস্থিত Sheikh Faisal bin Khalid bin Mohammed Al Qasimi-এর মজলিসে সাধারণ জনগণের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।




