হনুমানকে ‘ভুয়া হিন্দু দেবতা’ বলে আখ্যা, আমেরিকায় রিপাবলিকান নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

Published: 23 September 2025

পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ নামে পরিচিত ৯০ ফুট উঁচু হনুমানের মূর্তি নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন সেখানকার একজন রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। টেক্সাসের সুগার ল্যান্ড শহরের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে অবস্থিত হনুমানের সুউচ্চ মূর্তি নিয়ে আপত্তি তুলেছেন তিনি। এখানেই শেষ নয়, গোটা মার্কিন মুলুককেই খ্রিস্টানপন্থী বলে উল্লেখ করে হিন্দু দেবতার মূর্তি নির্মাণের বিরোধিতা করেছেন এই রিপাবলিকান নেতা।হনুমানের মূর্তির ভিডিয়ো এক্স পোস্টে পোস্ট করে ডানকান লিখেছেন,‘কেন আমরা টেক্সাসে একজন ভুয়ো-নকল হিন্দু দেবতার মূর্তি বসানোর অনুমতি দিচ্ছি? আমরা তো খ্রিস্টান।’

এখানেই শেষ নয়, অন্য একটি পোস্টে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দলের নেতা বাইবেল থেকে উদ্ধৃতি তুলে লিখেছেন, ‘আমি ছাড়া আপনার অন্য কোনও ঈশ্বর থাকা উচিত নয়। স্বর্গে, পৃথিবীতে বা সমুদ্রে আপনি নিজের জন্য কোনও ধরনের মূর্তি বা কোন কিছুর প্রতিমূর্তি তৈরি করবেন না।’রিপাবলিকান নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রবল নিন্দা শুরু হয়েছে।

আমেরিকার হিন্দু সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, এহেন মন্তব্য প্রবল হিন্দুবিদ্বেষী এবং উসকানিমূলক। রিপাবলিকান দলকে উদ্দেশ্য করে সংগঠনের তরফে বলা হয়, “ডানকানকে সতর্ক করা উচিত। দলের বিদ্বেষবিরোধী নীতিকে প্রকাশ্যেই লঙ্ঘন করেছেন তিনি। হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন।” নেটিজেনরাও মনে করিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের পছন্দমতো ধর্ম পালনের স্বাধীনতা দেয়। জর্ডান ক্রাউডার নামে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “কেবলমাত্র আপনি হিন্দু নন বলেই এটা মিথ্যা নয়।

যীশু পৃথিবীতে আসার প্রায় ২০০০ বছর আগে বেদ লেখা হয়েছিল এবং সেটি অসাধারণ গ্রন্থ।” আর খ্রিস্টধর্মের উপর এর স্পষ্ট প্রভাব আছে… তাই আপনার পূর্ববর্তী এবং প্রভাবিত ‘ধর্ম’কে সম্মান করা এবং গবেষণা করা বুদ্ধিমানের কাজ হবে।”২০২৪ সালে উন্মোচিত ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু হিন্দু দেব-দেবীর মূর্তিগুলোর মধ্যে একটি। এটি শ্রী চিন্নাজীর স্বামীজির কল্পনায় নির্মিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ মূর্তি।