মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে মা ও ২ শিশুর লাশ উদ্ধার
পোস্ট ডেস্ক :
মানিকগঞ্জ শহরের একটি ভাড়া বাসা থেকে দুই শিশুসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি দোতলা বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯) ও তাদের দুই বছরের মেয়ে সাইফা এবং আট বছরের ছেলে আলভী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্টের ১৫ তারিখে শাহিন দেওয়ান দম্পতি পশ্চিম দাশড়া এলাকায় একটি দোতলা বাড়ির ওপর তলায় ভাড়া নেন।
কিছুদিন পর শাহিন দেওয়ান তার কর্মস্থল মালয়েশিয়ায় চলে যান। আজ মঙ্গলবার সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দেয়। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে খাটের ওপর শেখা আক্তার এবং তার দুই সন্তানের লাশ মেঝে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানউল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার আগে দুই সন্তানকে বিষ খাইয়ে মা হত্যা করেছেন। তবে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।




