দুই দশক ধরে মেয়ের মৃতদেহ ফ্রিজে, গ্রেপ্তার জাপানি নারী

Published: 25 September 2025

পোস্ট ডেস্ক :


নিজের মেয়ের মৃতদেহ দুই দশক ধরে ফ্রিজে রাখার অপরাধে এক জাপানি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তদন্তকারীরা টোকিওর উত্তরপূর্বে একটি বাড়িতে নিহত নারীর মৃতদেহটি পায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, অভিযুক্ত নারীর নাম মোরি। তার মেয়ের নাম মাকিকো। যিনি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকলে মাকিকোর বয়স হতো ৪৯-৫০ বছর। আরও বলেছেন, মৃত্যুর রহস্য উদঘাটনে একটি ময়নাতদন্ত করা হবে। মঙ্গলবার পুলিশ স্টেশনে এসে মৃতদেহ ফ্রিজে লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন মোরি। তদন্তকারীরা জানান, তারা মৃতদেহটি ফ্রিজের ভেতর হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় দেখতে পান। মোরি তদন্তকারীদের বলেন, চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ায় তিনি মৃতদেহটি ফ্রিজের ভেতরে রাখেন। উল্লেখ্য, ওই নারীর আরও কয়েকজন সন্তান ছিলো। তবে ঠিক কতজন সন্তান আছে সে বিষয়ে পুলিশ কিছু স্পষ্ট করেনি। এ মাসের শুরুতে মোরির স্বামী মারা যান। সেই থেকে তিনি একা বসবাস করছিলেন।