নাইজেরিয়ার স্বর্ণখনিতে ভয়াবহ ধস, শতাধিক নিহত
পোস্ট ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের জামফারা রাজ্যে অবস্থিত একটি স্বর্ণখনিতে ধস নামে। তাতে কমপক্ষে ১০০ জন শ্রমিক নিহত হন। মারাত্মক আশঙ্কা কাজ করছে স্থানীয়দের মধ্যে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকরা এই তথ্য দিয়েছেন।
নাইজেরিয়ার জামফারা রাজ্য বহুল পরিচিত। এখানকার স্বর্ণখনিও বেশ বিখ্যাত। বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার এই স্বর্ণখনিতে ধস নামে। সেই সময় খনিতে কয়েকশো শ্রমিক কাজ করছিলেন। ধসের পর যে সমস্ত শ্রমিকরা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারের জন্য আসে ফায়ার সার্ভিস বাহিনী। সেই সঙ্গে হাত লাগান স্থানীয় লোকজনেরাও।
উদ্ধারকারী বাহিনীর মধ্যে ছিলেন সানুকি আওয়াল নামে এক ব্যক্তি তিনি বৈশ্বিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও পর্যন্ত অন্তত ১০০ জনের মরদেহ সংশস্ত্রের নিচে আটকা পড়ে রয়েছে।”
খনি থেকে বেঁচে যারা ফিরেছে তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন। সেই সমস্ত শ্রমিকেরা জানিয়েছেন যে তারা যে বেঁচে ফিরেছেন তা সম্পূর্ণ ভাগ্যের জোরেই। তাদের অন্তত শতাধিক সহকর্মীর মরদেহ এখনো চাপা পড়ে রয়েছে।
জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মহম্মদু উসা জানিয়েছেন খনিটিতে শ্রমিক নিরাপত্তাজনিত কোনও ব্যবস্থা ছিল না। এই নিয়ে জামফারা পুলিশের মুখাপাত্র ইয়াজীদ আবুবাকার কোনও মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।




