চেন্নাইয়ে অভিনেতা বিজয়ের বাড়িতে কড়া নিরাপত্তা
পোস্ট ডেস্ক :

কারুরে থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর চেন্নাইয়ে অভিনেতা-রাজনীতিক বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তামিলনাড়ু সরকারের সূত্র এ তথ্য জানিয়েছে। সরকারী সূত্র বলছে, বিজয়ের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ জনগণের ক্ষোভ তার দিকেও ঘুরে যেতে পারে। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আত্মপ্রকাশ করতে যাওয়া ৫১ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে তামিলাগা ভেত্রি কাজহাগম (টিভিকে)-এর প্রধান।
তার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজয়কে দোষারোপ করেছে। তাদের দাবি, সমাবেশে নির্দেশিকা লঙ্ঘন ও পানীয় জল ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই বহু মানুষ অচেতন হয়ে পড়েন এবং এই দুর্ঘটনা ঘটে। বিজয় সমাবেশস্থলে প্রায় ৭ ঘণ্টা দেরিতে পৌঁছান।
দুপুর থেকেই ভিড় জমতে শুরু করলেও তিনি রাত ৭টার পর সেখানে উপস্থিত হন। এর পর তার গাড়ি ঘিরে আরও ভিড় জমে। দুর্ঘটনার পর বিজয় এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, বর্ণনাতীত বেদনা ও দুঃখে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।




